Seminar held on Dengue
JUST 28 August, 2019
ডেঙ্গু এডিস মশা বাহিত ভাইরাস জনিত একটি রোগ। এটি শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর সমস্যা। তবে আতঙ্ক নয়, সচেনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। ডেঙ্গু রোগের প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন, রেডিওসহ সকল গণমাধ্যম এবং শিক্ষক-শিক্ষার্থী সকলকে অংশগ্রহণ করতে হবে। আজ বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ। তিনি তাঁর গবেষণা থেকে ডেঙ্গু রোগের উৎপত্তি, বিস্তার, এর রোগের ভয়বহতা, সচেতনতা তৈরির গুরুত্বসহ প্রভৃতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, এ বছর ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত হওয়ার কারণে বাংলাদেশে এর বিস্তার ব্যাপক হারে বেড়েছে। তাঁর মতে, কেউ দ্বিতীয়বার ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে লক্ষণসমূহ ভিন্ন রকম হয় এবং তা ৫০০ গুণ বেশি ভয়াবহ ও জটিল আকার ধারণ করে। এটি ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নিতে পারে, যা ক্ষেত্র বিশেষে প্রাণঘাতিও হতে পারে।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি ড. মৌমিতা চৌধুরী প্রমুখ। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: জাফিরুল ইসলাম, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, পরিচালক (হিসাব) মো: জাকির হোসেন, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।